বিজেপির দিল্লির হেভিওয়েট প্রার্থী হলেও রাজনীতির ময়দানে বেশ আনাড়ি গৌতম গম্ভীর। যে কারণে অনুমতি না নিয়েই নির্বাচনী প্রচারে রালি বের করলেন তিনি। গৌতমের এমন কাণ্ডে ইতিমধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। বিষয়টিকে গৌতমের ক্রিকেট কেরিয়ারের ভাষায় প্রকাশ করছেন দিল্লির জনতা। গৌতম ‘নো বল’ করেছেন বলে মুখরোচক গল্পে মেতেছেন তারা। সাধারণ জনতা বলছেন, 'রাজনীতিতে নেমেই তিন- তিনটি ‘নো বল’ করে ফেলেছেন পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর।' এবার তাকে বিরোধী দলের ফ্রি হিট সামলাতেই হবে। নিজেকে রক্ষা করতে বিরোধী দলের প্রার্থীর বাউন্ডারি হাঁকানো থেকে। এদিকে এমন ফ্রি হিট হাতছাড়া করতে রাজি নন প্রতিপক্ষ আম আদমি পার্টির নেতা অতিশি মারলেনা। তিনি বলেছেন, ‘শুরুতে মনোনয়নে ভুল তথ্য পেশ, এর পর তার দুটো ভোটার কার্ড থাকার ফৌজদারি অপরাধ। এখন আবার অনুমতি না নিয়ে রালি! ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct