মোবাইলের পর স্মার্ট টিভি, ফোনের নানা অ্যাকসেসরিজ, এয়ার পিউরিফায়ারের মতো নানা সামগ্রীও ভারতীয় বাজারে বিক্রি করছে চীনের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এবার সেই তালিকায় যুক্ত হল ইলেকট্রিক বাইকও। নতুন একটি বাইক আনলো শাওমি। চীনের বাজারে এই নয়া ইলেকট্রিক বাইক নিয়ে এল শাওমি। চাহিদার দিকে নজর রেখে বাইকটি ভারতের বাজারেও আনা হতে পারে বলে জানা গিয়েছে। নতুন এই বাইকটির নাম হিমো টি ওয়ান। এর আগে আরো দুটি ই-বাইক বাজারে নিয়ে এসেছিল শাওমি। সেগুলো হল হিমো ভি ওয়ান, হিমো সি ২০ ফোল্ডিং বাইক। জানা গিয়েছে, ভারতীয় বাজারে হিমো টি ওয়ানের দাম হতে পারে ৩১ হাজার টাকা। এটি তিনটি রংয়ে পাওয়া যাবে। লাল, ধূসর এবং সাদা। এই বাইকে ১৪০০০ এমএএইচ এবং ২৮০০০ হাজার এমএএইচ ব্যাটারি থাকবে। ১৪ হাজার এমএএইচ-এ ৬০ কিলোমিটার এবং ২৮ হাজার এমএএইচ-এ ১২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যাবে। সর্বোচ্চ গতিবেগ ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। মাঝপথে চার্জ শেষ হয়ে গেলে প্যাডেল করে বাইক চালানোর ব্যবস্থাও রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct