উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন নরেন্দ্র মোদি। শরিক দলের নেতাদের সাথে নিয়েই শুক্রবার বারাণসীতে জেলা কালেক্টরেট অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। নির্বাচন কমিশনে মনোনয়ন পত্রের সাথেই পেশ করা হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, স্থাবর ও অস্থাবর মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পদের পরিমাণ ২.৫১ কোটি টাকা। এর মধ্যে রয়েছে গান্ধীনগরে নিজের বাড়ি, ১.২৭ কোটি টাকা ফিক্সড ডিপোজিট। হলফনামায় যশোদাবেন-কে নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিয়েছেন মোদি। নিজের শিক্ষাগত যোগ্যতা হিসাবে এম.এ. পাশের কথা উল্লেখ করেছেন তিনি। ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক হন। ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. পাশ করেন। হলফনামা অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ ২.৫১ কোটি টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১,৪১,৩৬,১১৯ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ‘স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া’ (এসবিআই)-এ জমাকৃত স্থায়ী আমানতের পরিমাণ ১,২৭,৮১,৫৭৪ কোটি টাকা, সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৪১৪৩ টাকা, হাতে নগদ অর্থের পরিমাণ ৩৮,৭৫০ টাকা এবং বন্ড, বিমা, সোনার রিং মিলিয়ে আরও কয়েক লাখ টাকা। গত পাঁচ বছরে মোদির অস্থাবর সম্পত্তি বেড়েছে ১১৪.৫ শতাংশ। ২০১৪ সালের প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় মোদির অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৬৫,৯১,৫৮২ লাখ টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct