প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুর্তা ও মিষ্টি পাঠানোর বিতর্ক যেন থেমেও থামছে না। লোকসভার নির্বাচনের দিন যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে তত বেশি আলোচিত হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির ‘মিষ্টি’। এ ব্যাপারে এদিন মমতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি এবার এমন মিষ্টি দেবেন যে তার দাঁত ভেঙে যাবে। দিল্লিতে লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সাথে এক অরাজনৈতিক সাক্ষাৎকারে মোদি বলেন, বিরোধী দলের একাধিক নেতার সাথে তার ভালো সম্পর্ক রয়েছে। প্রতিবছরই মমতা দিদি আমাকে কুর্তা ও মিষ্টি পাঠান। বিষয়টি মাথায় রেখে এদিন হুগলী শ্রীরামপুরে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, ' বাংলার সংস্কৃতি হল মিষ্টি ও চা দিয়ে অথিতিকে স্বাগত জানানো। আমরা তাদের বিশেষ উৎসবেও শুভেচ্ছা জানাই। এটাই আমার ঐহিত্য। আমরা অথিতিদের মিষ্টি ও উপহার দিয়ে স্বাগত জানাই কিন্তু বিজেপিকে একটা ভোটও দেবেন না।' একটু থেমে, ' নির্বাচন এলেই কেবল বলেন বাংলা থেকে ভোট নিতে হবে। আমি বলবো বাংলা থেকে আপনাকে রসগোল্লা দেবে। কি রসগোল্লা দেবে? সাধারণ মিষ্টি নয়। আমরা মাটি দিয়ে মিষ্টি বানাবো আর ওর মধ্যে কাঁকড় দিয়ে দেবো। লাড্ডুর ভিতর যেমন কাজু বাদাম ও কিসমিস দেওয়া হয়-ঠিক তেমনি। আর যখন খেতে যাবে তখন পুরো দাঁত ভেঙে যাবে। এমন মিষ্টি দেবো।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct