ভারতে যাওয়া বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে আশ্বাস যারা দেবে, সেই বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে আরএসএস। লোকসভা নির্বাচন চলাকালীন ‘শঙ্খনাদ’-এর ক্রোড়পত্রে ভোটারদের উদ্দেশ্যে এই আহ্বান জানায় তারা। ২০১৬ নাগরিকতা অ্যামেন্ডমেন্ট বিলের সমর্থনে আগেই প্রচার করে আসছে আরএসএস। ৭ মার্চ ২০১৯ শঙ্খনাদ (আরএসএস মুখপত্র) এ একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে- বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিক অধিকার সুরক্ষিত করবে যে দল তাকেই ভোট দিন। প্রবন্ধটির অন্য অংশে বলা হয়েছে- কিভাবে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেসসহ অন্যান্য দলগুলো এই বিলের বিরোধিতা করে আসছে।উল্লেখ্য, বাংলাদেশ, আফগানিস্থান, পাকিস্তানের মত প্রতিবেশি দেশগুলো থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ প্রভৃতি ধর্মের মানুষের নাগরিকতার বিষয়টিকে নিশ্চিত করার জন্য পরিবর্তিত ‘২০১৬ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল’ আনতে চেয়েছিল বিজেপি। সিপিএম, তৃণমূল, কংগ্রেসের মতো বিরোধীদের বিরোধিতায় সেই বিল আটকে রয়েছে সংসদে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct