পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কুর্তা-মিষ্টি’ পাঠানোর সৌজন্যতা নিয়ে এবার প্রশ্ন তুললো কংগ্রেস। উত্তরপ্রদেশের সভাপতি অভিনেতা রাজ বব্বর এদিন প্রশ্ন তুলে বলেন, 'আমি রীতিমতো অবাক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুর্তার সাইজ মমতা দিদি জানলেন কী করে? ' দিল্লিতে লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে এক অরাজনৈতিক সাক্ষাতকারে মোদি বলেছিলেন, ‘বিরোধী দলের একাধিক নেতার সাথে তার ভালো সম্পর্ক রয়েছে।’ এ প্রসঙ্গেই মোদি বলেন ‘প্রতিবছরই নিজে পছন্দ করে মমতা দিদি আমাকে উপহার হিসাবে কুর্তা ও মিষ্টি পাঠান।’ মোদির ওই মন্তব্যের পর নির্বাচনী ফায়দা লুটতে ময়দানে নেমে পড়ে বিরোধী দলগুলি। কলকাতায় সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা রাজ বব্বর বলেন, ‘বাংলার দুইটি জিনিস বিশ্বজুড়ে প্রসিদ্ধ। একটি হল রসগোল্লা আর অপরটি হল কুর্তা (পাঞ্জাবী)। কিন্তু আজ পর্যন্ত মমতা দিদি তো এই দুটো জিনিস আমাদের কাউকে কখনও পাঠাননি। তিনি ওই জিনিসগুলি উপহার হিসাবে দেওয়ার জন্য একজনকেই পছন্দ করেছেন। তাতে একটা বিষয় পরিস্কার যে মোদির কুর্তার সাইজ মমতা জানেন।'