লোকসভা নির্বাচনের তিনটি দফা শেষ হয়েছে। বাকি রয়েছে আরও চার দফা। শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে। ফল ঘোষিত হবে ২৩ মে। ৫৪৩ আসনের মধ্যে ৪০০ আসনে বিজেপি জয়ী হবে বলে দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র কট্টরপন্থী নেতা যোগি আদিত্যনাথ। কুশীনগরে দলীয় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় যোগি দাবি করেন, ভারতের সচেতন ভোটারদের আশা মোদি পুনরায় প্রধানমন্ত্রী হবেন। এ কারণে মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবেন। স্বাধীনতার পরে কংগ্রেস প্রায় ৫৫ বছর ধরে ভারত শাসন করেছে। সেসময় অনেক দুর্নীতি প্রকাশ্যে এসেছিল। প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, দেশের সম্পদের প্রথম অধিকার মুসলিমদের। কংগ্রেসের আমলে ২৭০-এর বেশি জেলা মাওবাদী, সন্ত্রাসী ও উগ্রবাদী অধ্যুষিত ছিল। মোদিকে পুনরায় প্রধানমন্ত্রী হতে দিন- তাহলে দেশ থেকে এসব সন্ত্রাস নির্মূল হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct