একই সঙ্গে ক্রিকেটবিষয়ক দুই পদে বহাল থাকতে পারবেন না কোনো কর্মকর্তা। এই ইস্যুতে এবার শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষণকে চিঠি দিয়েছে বিসিসিআই। ভারতের ক্রিকেট অ্যাডভাইজার কমিটির (সিএসি) দুই সদস্য শচীন ও লক্ষণ। তবে এমন দায়িত্বে বহাল থাকার পরও চলমান আইপিএলে জড়িত আছেন দুই মহারথী। মুম্বাই ইন্ডিয়ানসের উপদেষ্টা হিসেবে কাজ করছেন টেন্ডুলকার। আর সানরাইজার্স হায়দরাবাদে উপদেষ্টার ভূমিকায় আছেন লক্ষণ। বিষয়টি বিসিসিআইয়ের নিয়মবহির্ভূত। তাই দুই সাবেক তারকাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বোর্ড। এর আগে একই ইস্যুতে ভারতের প্রাক্তন কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির সঙ্গে বৈঠক করে বিসিসিআই।সিএবি সভাপতির দায়িত্বে আছেন তিনি। পাশাপাশি এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টার ভূমিকা পালন করছেন। তবে তার সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পর বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয় বোর্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct