সামনে রমজান মাস। সেটাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এক বছর আগে মেয়াদ শেষ হয়ে বছর বাড়িয়ে বিক্রি যাওয়া খেজুর বাজারে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল তারা। ঢাকার ফরাশগঞ্জের সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে অভিযানে চালিয়ে রাব নানা ধরণের ফলের মাঝে সব থেকে বেশি পায় খেজুর। তবে এসব খেজুরের প্যাকেট খুলতেই বেরিয়ে আসে উৎকট গন্ধ। ভোক্তার চোখ ফাঁকি দিতে মানহীন এসব খেজুরের গায়ে তৈলাক্ত দ্রব্য মিশিয়ে ছাড়া হতো বাজারে। এসব খেজুরের প্যাকেটে যদিও লেখা রয়েছে ২০২০ সাল মেয়াদোত্তীর্ণের তারিখ তবে আরেও এক বছর আগেই এই খেজুরের মেয়াদ শেষ হয়েছে। প্রচুর পরিমাণ খেজুর রয়েছে, যেগুলোর একবছর আগেই মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সেই খেজুরগুলোই নতুন করে প্যাকেট করে বিক্রি করা হচ্ছে। অনেক বড় অপরাধ। যেকোনো প্রকার ভেজাল বন্ধে পুরো রমজান মাস জুড়েই অভিযান চলবে বলে জানা গিয়েছে।