কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শেষ ওভারের দ্বিতীয় বলে বিরাট কোহলির আচরণ ফের বিতক সূষ্টি করলো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ২৭ রান দরকার ছিল পাঞ্জাবের। উমেশ যাদবের করা শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মারেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্র অশ্বিন। পরের বলেও একই ফল পেতে তুলে মেরেছিলেন স্ট্রেট অঞ্চলে। বাউন্ডারির সীমানায় দাঁড়িয়ে থাকা কোহলি সহজেই অশ্বিনের ক্যাচ ধরে নেন। কোহলি ক্যাচটা ধরেই সামনে হাত বাড়িয়ে এমন ভঙ্গি করলেন, যা দেখে মনে হয়েছে, অশ্বিনের প্রতি ইঙ্গিত করছেন, ‘এটা একটা শট খেলা হল?’ অশ্বিন এর জবাবে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে মাঠের বাইরে পা রেখেই সবার আগে হাতের গ্লাভস দুটো ছুড়ে মেরেছেন দলের ডাগ আউটের সামনে। শেষ পর্যন্ত তাঁর দলও হেরে যায় ১৭ রানে। ম্যাচ শেষে কোহলির আচরণ নিয়ে অশ্বিনকে প্রশ্ন করা হলে পাঞ্জাব অধিনায়ক এতে কোনো দোষ দেখছেন না। বরং ক্রিকেট নিয়ে তাঁর মতো কোহলিও যে আবেগপ্রবণ, সে কথাটা আবারও মনে করিয়ে দিলেন, ‘আমি যেমন আবেগ নিয়ে খেলি, সে-ও ঠিক তা–ই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct