আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের আগে বোমা ফাটালেন প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার আকিব জাভেদ। ম্যাচ ফিক্সিংয়ের প্রতিবাদ করাতেই নাকি তার কেরিয়ার লম্বা হয়নি বলে দাবি এই প্রাক্তন তারকার। তার এই বক্তব্য যে পাকিস্তান ক্রিকেটে রীতিমতো অস্বস্তির জন্ম দিয়েছে। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাতকারে পিএসএল দল লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা আকিব জাভেদ বলেন, 'যখন আমি ফিক্সিংয়ের ব্যাপারে জেনেছি, এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলাম। বিদেশ সফরের আগে আমাকে সবসময় পার্শ্বচরিত্র করে রাখা হতো। এখন আমি পুরোপুরি বিশ্বাস করি, এই অবস্থানের কারণেই আমার কেরিয়ার লম্বা হয়নি। যদিও আমার তখনকার অবস্থান নিয়ে এখন কোনো অনুশোচনা নেই।'