অফিসে যেতে পাড়ি দিতে হয় লম্বা রাস্তা। তারপর রয়েছে যানজট। সব নিয়ে অফিস পৌঁছতে সময় লাগে দেড় ঘণ্টারও বেশি। আর তাই সময় বাঁচাতে বিগত এক দশক ধরে নিয়মিত সাঁতার কেটে অফিস যান চীনের উহাং সাউথ সিটির বাসিন্দা ঝু বিয়ু (৫৩)। হুবেই এলাকার একটি অফিসের কর্মী তিনি। জানা গিয়েছে, বাড়ি থেকে অফিসে যেতে ঝুয়ের সময় লাগে এক ঘণ্টার বেশি। রাস্তাঘাটে জ্যাম থাকলে অফিসে যেতে সময় নষ্ট হয় আরও। তাই গত ১১ বছর প্রতিদিন নিয়ম করে দু'টি ভাসমান বেলুন নিয়ে নদীপথ সাঁতরে অফিস যাতায়াত করেন তিনি। সাঁতার কেটে আধা ঘণ্টার মধ্যেই অফিসে পৌঁছে যাচ্ছেন। এজন্য পাশের ইয়াংঝে নদীতে রোজ প্রায় দুই কিলোমিটার সাঁতার কাটতে হয় তাকে। এই অভ্যাসের জন্য স্থানীয়দের কাছে তারকা হয়ে উঠেছেন ঝু।
ঝু জানিয়েছেন, সাঁতার কেটে অফিসে যাওয়ার ফলে তার ওজন অনেক কমে গিয়েছে। পাশাপাশি তার ডায়াবেটিসের সমস্যাও নিয়ন্ত্রণে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct