দেশের বেশিরভাগ মহিলাদের পরকীয়ায় জড়িয়ে পড়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এক সমীক্ষায়। প্রত্যেক ১০ জন মহিলার মধ্যে সাতজন তাদের স্বামীর সঙ্গে প্রতারণা করছেন। এমনকি তারা পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। পরকীয়ায় জড়িয়ে পড়ার প্রবণতা অবশ্য ৩৪ থেকে ৪৯ বছরের মহিলাদের মধ্যে বেশি লক্ষ্য করা গিয়েছে। ডেটিং অ্যাপ গ্লিডেনের পরিচালিত এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। গ্লিডেন নামের এই অ্যাপ ২০১৭ সাল থেকে ভারতে পথ চলা শুরু করেছিল। এ বিষয়ে গ্লিডেন জানিয়েছে, বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতা, এই তিন শহরের মহিলারা সব থেকে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। পাঁচ লাখ গ্লিডেন ব্যবহারকারীর মধ্যে ২০ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ মহিলা পরকীয়ায় জড়ানোর কথা সরাসরি স্বীকার করেছেন। গবেষণা অনুযায়ী দশজন মহিলার মধ্যে সাতজন নারী পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। এছাড়া প্রায় ৪৮ শতাংশ মহিলা মনে করেন, তাদের বিবাহবহির্ভূত সম্পর্ক থাকা উচিত। ৭৭ শতাংশ মহিলারা বলেছেন, তাদের বিবাহিত জীবন একঘেয়েমি হয়ে পড়েছে, সে কারণে তারা বিয়ের বাইরে একজন সঙ্গীকে খুঁজে নিচ্ছেন। বিবাহিত জীবনের বাইরে একজন সঙ্গী খুঁজে পাওয়ার মধ্যে তারা ভিন্ন ধরনের উত্তেজনা অনুভব করেছেন বলে দাবি করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct