বিশিষ্ট গায়ক ও কবি কবীর সুমন রাজনীতি থেকে এখন অনেক দূরে। কিন্তু রাজনীতি নিয়ে মতপ্রকাশ পিছপা নন। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ কবীর সুমন এখন ভারতের লোকসভা নির্বাচনে নিয়ে একটি সংবাদ মাধ্যমকে তার মতামত জানিয়েছেন। তাতে তিনি বলেছেন, এবারের নির্বাচনে দূর হোক বিজেপি, বিদায় নিক আরএসএস, জিতুক নকশালপন্থীরা। তবে তিনি চান প্রধানমন্ত্রী হোক মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে বিজেপির হারের ব্যাপারে তিনি আশাবাদী। সেজন্যে বিজেপি জিতলে তিনি শুধু আনন্দে আত্মহারা হবেন না, বিজেপির হার হয়েছে শুনেই রাস্তায় নেমে দেয় দেয় করে নাচবেন। তাতে তখন গান বন্ধ রাখতে হলেও রাখবেন।
কবীর সুমন অকপটে বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছেন।
তাঁর মতে ‘মমতা লাইক অ্যা কুইন’। তাই কবীর সুমন যদি মমতা হতেন, তাহলে বসে বসে শুধু হাসতেন। সেজন্য মমতার সম্রাট শাহজাহানের মতো সিংহাসনে বসে থাকা উচিত বলে মনে করেন। কিন্তু কাজ পাগল বলে মমতা চুপ করে বসে থাকতে পারেন না বলে মন্তব্য করেন। এর পাশাপাশি এই বলেন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা নেই নরেন্দ্র মোদীর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct