সোমবার রাত বারোটা নাগাদ রাস্তা দিয়ে যাওয়ার সময়ে রেল লাইনের উপরে উল্টে পড়ল একটি মারুতী গাড়ি ৷ ওই সময় কোন ট্রেন না থাকায় বড়ো দুর্ঘটনা ঘটেনি ৷ অনেক পরে ওই লাইনে আগত এক ট্রেনের চালক লাইনের ওপর মারুতী পড়ে রয়েছে ট্রেন থামিয়ে দেন ৷ পরে মারুতি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ৷ তবে মারুতীতে কোনো লোক ছিল না ৷ মঙ্গলবার বিকাল পর্যন্ত ওই মরুতীর আরোহীদের কোনো হদিস পায় নি পুলিশ ৷জানা যায়নি হতাহতের খবর ৷
ঘটনাটি ঘটেছে খড়্গপুর প্লাটফর্ম থেকে কিছুটা দুরে গেটবাজার এলাকাতে ৷ সোমবার রাত বারোটা নাগাদ এক ট্রেন চালক মারফত রেল কর্তারা খবর পান যে লাইনের ওপরে একটি মারুতী গাড়ি উল্টে পড়ে রয়েছে ৷ যেখানে কোনো লোক নেই ৷ সেখানে যায় রেলের কর্মীরা ৷ তাঁরা দেখেন গাড়িতে কোনো লোক নেই ৷ তবে তিনজন পুরুষ ও এক মহিলার জুতে পড়ে দেখা গিয়েছে মারুতীতে ৷ এরপর লাইন থেকে মারুতীটিকে সরিয়ে দিয়ে যাতায়াত স্বাভাবিক হয় ট্রেনের ৷ এরপর থেকে রেল পুলিশ ওই মারুতীতে কারা ছিল তার খোঁজ করেন ৷ তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত ওই মারুতীর কোনো আরোহী বা হতাহতের খবর পায় নি ৷ ঘটনার তদন্ত করছে রেল পুলিশ ৷ পুলিশ মনে করছে -পাশের উঁচু রাস্তা দিয়ে যাওয়ার সময়ে মারুতিটি পাল্টি খেয়ে পড়ে গিয়েছিল রেল লাইনে ৷ দ্রুত গাড়ি সরাতে না পেরে পালিয়েছিল সকলেই ৷ এই ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে পুলিশ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct