ফিলিস্তিন ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের হামলায় সেখানকার প্রায় ৭৫ শতাংশ মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আর তা করেছে প্রায় দু মাসে। এই তথ্য তুলে ধরেছে ফিলিস্তিন ইকোনোমিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কন্সট্রাকশন (পিইসিডিসি ) কর্তৃক গঠিত কমিটি। ওই কমিটির বিবৃতি তুলে ধরে মধ্যপ্রাচ্যের এক ইংরেজি দৈনিক মিডিল ইস্ট মনিটরে বলেছে, ইসরাইলি হামলায় সে শত শত মসজিদ গাজা উপত্যকায় ভেঙে দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েল গাজা উপত্যকায় গত ৫১ দিনে ৭৩টি মসজিদ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সেইসঙ্গে ২০৫টি মসজিদ আংশিকভাবে ক্ষতি করেছে।
এ বিষয়ে ফিলিস্তিন ইকোনোমিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কন্সট্রাকশন (পিইসিডিসি ) কর্তৃক গঠিত কমিটি জানিয়েছে, ইসরায়েলের হামলা থেকে শুধু মসজিদ নয় রেহাই পায়নি কবরস্থান, নানা স্বেচ্ছা সেবী সংস্থার দফতর। তবে নিশানা ভুল হওয়ায় ইসরাইলি হামলায় গাজায় অবস্থিত দুটি গির্জাও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যদিও ঐতিহ্যময় মসজিদ ধ্বংস করার মূল লক্ষ্য ছিল ইসরাইলের। তাই বাদ যায়নি ফিলিস্তিনের জাবালায় অবস্থিত বিখ্যাত মসজিদ আল-ওমরি। এছাড়াও ১৩৬৫ বছরের পুরনো হজরত আমর ইবনুল আসের সময়কার একটি প্রাচীন মানারাত আল-জাহের মসজিদ ধ্বংস করে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct