মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর মাদ্যপ্রদেশের ভোপালে থেকে বিজেপি প্রার্থী হওয়ায় এবার তার পক্ষ নিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সাধ্বী প্রজ্ঞা বসলেছিলেন তাকে মিথ্যমামলায় ফাঁসানো হয়েছে। এবার সেইসুরেই অমিত শাহ বললেন সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর কিন জঙ্গি নন। শুধু প্রজ্ঞা নন, অমিত শাহের দাবি, দেশের কোনো হিন্দু জঙ্গি নয়, হিন্দুরা জঙ্গি হতে পারে না। মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার রাজনগরে ভাষণ দেওয়ার সময় এভাবে সাধ্বী প্রজ্ঞার পাশে দাঁড়ান।
২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলায় এখন জামিনে রয়েছেন সাধ্বী প্রজ্ঞা। তবুও তাকে লোকসভায় প্রার্থী করে বিজেপি কোনো ভুল করেনি বলে মন্তব্য করেন অমিত শাহ।
উল্লেখ্য, মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন মহারাষ্ট্র এটিএস প্রধান হেমন্ত কারকারে প্রথম আলোকে আনেন যে ওই বিস্ফোরণের পিছনে রয়েছেন সাধ্বী প্রজ্ঞা। সেই মতো তাকে গ্রেফতার করা হয়। উপযুক্ত প্রমাণও দাখিল করেন। কিন্তু সেই কারকারের মৃত্যু হয় মুম্বাইয়ে জঙ্গিদের হাতে। তা নিয়ে সম্প্রতি সাধ্বী প্রজ্ঞা বলেছিলেন, কারকারের মৃত্যু হয়েছে তারই অভিশাপে। এই নিয়ে নিন্দার ঝড় ওঠে। চাপে পড়ে সাধ্বী ওই মন্তব্যের জন্য ক্ষমাও চান। কিন্তু তার পাশে দাঁড়িয়ে অমিত শাহ ও নরেন্দ্র মোদি বুঝিয়ে দেন তাদের চোখে সাধ্বী প্রজ্ঞা জঙ্গি নন, কট্টর হিন্দু নেত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct