এর আগে ক্রিকেটার গৌতম গম্ভীরকে নিজেদের দলে টেনে এবং তাঁকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি। এবার সেই পথে হেঁটে ভারতের সেরা বক্সার বীজেন্দ্র সিংকে দিল্লি থেকে প্রার্থী করল কংগ্রেস। গম্ভীরের মতো দিল্লি থেকেই প্রার্থী হচ্ছেন বীজেন্দ্র সিং। সপ্তদশ লোকসভা নির্বাচণে ভারতের ক্রীড়া জগতের দুই তারকা দেশের দুই বিরোধী দলের প্রার্থী। এছাড়াও তাঁরা দু’জন একই কেন্দ্রের প্রার্থী নন। বিজেপির হয়ে গৌতম গম্ভীর লড়বেন পূর্ব দিল্লি থেকে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী বীজেন্দ্র লড়াই করবেন দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে। দুই কেন্দ্রের একই দিনে ভোট গ্রহণ হবে। দক্ষিণ দিল্লির প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। পদ্মের প্রতীকে রমেশ বিধুরী ওই কেন্দ্র থেকে লড়াই করছেন। ২০১৪ সালে তিনি দক্ষিণ দিল্লি থেকে লক্ষাধিক ভোটে জিতে সাংসদ হয়েছিলেন। এবারের নির্বাচনে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে আম আদমি পার্টির হয়ে লড়াই করছেন রাঘব চাদা। মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়ালের সৌজন্যে দক্ষিণ দিল্লিতে আম আদমি পার্টি বা আপের সংগঠন এবং জনসমর্থন বেশ মজবুত হয়েছে। এই অবস্থায় সপ্তদশ লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী হতে চলেছে দক্ষিণ দিল্লি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct