পাকিস্তান তাঁর দেশ। ভারত তাঁর শ্বশুরবাড়ি। আর এই দুই দেশ বিশ্বকাপের আগমুহূর্তে যুযুধান অবস্থানে। এর মধ্যে যদি প্রশ্ন করা হয়, বিশ্বকাপে ফেভারিট কে? মালিক ঝামেলায় তো পড়বেনই। পাকিস্তানের এই অলরাউন্ডার তাই ভালো পথ বেছে নিয়েছেন। তিনি বলছেন, ' বিশ্বকাপে কেউই ফেভারিট নয়। ভারতও না, পাকিস্তান না!' এবারের বিশ্বকাপে ভারতের দলটি হয়েছে দুর্দান্ত। অনেকের মতে, এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট বিরাট কোহলির দল। আবার গত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের সাফল্য মাথায় রেখে সাম্প্রতিক বিপর্যয়ের পরও দলটিকে হিসাবের মধ্যে রাখতে বলছেন ক্রিকেটবোদ্ধারা। পাকিস্তান ও ভারতের বর্তমান-প্রাক্তনরা ঘুরিয়ে ফিরিয়ে নিজ দেশের সম্ভাবনার কথা উচ্চকণ্ঠে বললেও মালিককে কূটনৈতিক অবস্থানেই থাকতে হলো। ক্রিকেটীয় ব্যাখ্যাই মালিক আরও বললেন, 'এবারের বিশ্বকাপে সব দলই শক্তিশালী। এবারের আসরে কোনো ফলকে তাই অঘটন বলা যাবে না, কোনো দল ফেভারিটও নয়। প্রত্যেককেই জয় আদায় করে নিতে হবে, আর ইংলিশ কন্ডিশনে বৃষ্টিমুখর আবহাওয়া যদি হয়, তাহলে যেকোনো দলের জন্যই সেদিন সমস্যা হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct