অ্যান্ড্রয়েডের বিকল্প হিসাবে গুগল অানছে ফিউশিয়া নামে নতুন এক সফটওয়্যার। অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে বাজারে আসতে যাওয়া ফিউশিয়া অপারেটিং সিস্টেমটি নিয়ে অাগ্রহ সৃষ্টি হয়েছে প্রযুক্তি মহলে৷
অ্যান্ড্রয়েড দিয়ে স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের বাজারে গুগল রাজত্ব করলেও ডেস্কটপের এখনো রাজত্ব করছে উইন্ডোজ। ডেস্কটপের বাজার দখলের এই যুদ্ধে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় গোপনে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছিল গুগল। সম্প্রতি ‘ফিউশিয়া’ নামের নতুন অপারেটিং সিস্টেম তৈরির খবর পাওয়া গেছে৷ টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট গিটহাবে পোস্ট এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে৷ ধারণা করা হচ্ছে, অপারেটিং সিস্টেমটি ডেস্কটপের পাশাপাশি স্মার্টফোন বা ইন্টারনেট অব থিংকস (আইওটি)’তে ব্যবহার যোগ্য হতে পারে। এতে থাকবে ম্যাটেরিয়াল ডিজাইন, চমৎকার সহজ ইন্টারফেইস। তবে এতে ব্যবহার করা হয়নি ওপেন সোর্সভিত্তিক লিনাক্স প্লাটফর্ম। এতে প্রোগ্রামিং ভাষা হিসেবে ডার্ট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপেও চলবে গুগলের নতুন অপারেটিং সিস্টেম ‘ফিউশিয়া’।
গত ৮ মে গুগলের এই সফটওয়্যারের তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। নতুন সফটওয়্যারটিকে ভাবা হচ্ছে পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম।
ফিউশা সফটওয়্যারটি পরবর্তী প্রজন্মের অনেক স্মার্ট ডিভাইসে ব্যবহারের লক্ষ্যে উন্নত করে তৈরি করছে গুগল। প্রযুক্তিবিশ্বে গুগলের নতুন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। ডেস্কটপের জন্য ক্রোম ওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে আরো উন্নত সফটওয়্যার তৈরির ল্য গুগলের। ফিউশার মাধ্যমে গুগলের পণ্য পোর্টফলিও আরো উন্নত হবে। গুগল বর্তমানে ট্যাবলেট কম্পিউটারের জন্য অ্যান্ড্রয়েড নিয়ে তেমন আগ্রহী নয়। এতে বোঝা যায়, ফিউশিয়ার মতো ভিন্ন সফটওয়্যারের ট্যাবলেটসহ অন্যান্য প্রযুক্তিপণ্যে সম্ভাবনা দেখছে গুগল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct