কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্ত দু'দেশের সেনাদের মধ্যে মাঝে মাঝেই চলছে গোলাগুলি। জম্মু ও কাশ্মিরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এসবের প্রভাবে গত কয়েক সপ্তাহে প্রবল ধাক্কা খেয়েছে কাশ্মীরের পর্যটনে। ফলে সমস্যায় পড়েছেন কাশ্মীরের হোটেল মালিকেরা। এই সমস্যা থেকে বেরিয়ে আসা অভিনব উপায় খুঁজলেন তারা। ‘কান্ট্রিসাইড ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি ফেসবুক পেজে সম্প্রতি একটি পোস্ট দেওয়া হয়। এতে কাইজার নামের একটি হোটেলের কর্তৃপক্ষ পর্যটকদের কাশ্মীরে ঘুরতে যাওয়ার আবেদন জানিয়েছে। সেখানে তিনি লিখেছেন, 'যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, ততদিন পর্যটকদের বিনামূল্যে হোটেলের ঘর দেবে কাইজার হোটেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে খাবারের ব্যবস্থাও করবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct