অনলাইনে কনটেন্ট তৈরি করে যেসব মাধ্যম থেকে আয় আসে, তার মধ্যে সবচেয়ে বেশি আয় আসে ইউটিউব থেকে। আমেরিকায় অন্তত ১ কোটি ৭০ লক্ষ মানুষ অনলাইনে কনটেন্ট তৈরি করে আয় করেন। যেখানে ম্যানুফ্যাকচারিং কাজে যুক্ত রয়েছে ১ কোটি ২০ লক্ষ মানুষ। অনলাইনে কনটেন্ট তৈরি করে আয়ের একটি হিসাব তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিসটা।তারা জানিয়েছে, আমেরিকায় ২০১৭ সালে ইউটিউবে কনটেন্ট তৈরি করে সবচেয়ে বেশি আয় এসেছে, যার পরিমাণ ৪০০ কোটি ডলারেরও বেশি। ২০১৬ সালে ইউটিউব থেকে আসা ২০১৭ সালের চেয়ে ২০ শতাংশ বেশি। দেশটিতে সব বয়সের মানুষজন এখন অনলাইনে কনটেন্ট তৈরি করে আয় করার দিকে মনোযোগ দিয়েছে বলে জানা গিয়েছে। সেই মনোযোগের ফলেই এই আয় বাড়ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct