বিতর্ক পিছু ছাড়ছে না সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের। ২৬/১১ মুম্বাই হামলায় জঙ্গিদের হাতে শহীদ হওয়া আইপিএস অফিসার হেমন্ত কারকারের মৃত্যু হয়েছে তার অভিশাপে, সাধ্বী প্রজ্ঞা এই মন্তব্য করেছিলেন কয়েক দিন আগে। এবার ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা বললেন, বাবরি মসজিদ ধ্বংসের জন্য তিনি গর্বিত। এই মন্তব্যের জেরে তাকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
টিভি৯ নিউজ চ্যানেলে এক সাক্ষাৎকারে মালেগাঁও বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সগর্বে বলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের মধ্যে তিনিও ছিলেন। এই বাবরি ভাঙার জন্য তাই তিনি গর্ব অনুভব করেন।
এখনো বাবরি মসজিদ রামমন্দির মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। মামলা নিষ্পত্তি না হওয়ায় বাবরি মসজিদ নিয়ে মন্তব্য করে ফের বিতর্ক সৃষ্টি করলেন সাধ্বী প্রজ্ঞা।
উল্লেখ্য, মহারাষ্ট্রের প্রাক্তন এটিএস প্রধান আইপিএস হেমন্ত কারকারেরবিশেষ ভূমিকা ছিল জঙ্গি দমনে। তিনি পাক জঙ্গিদের হামলায় শহীদ হন। কিন্তু কারকারের মৃত্যু সাধ্বী প্রজ্ঞা তার অভিশাপে হয়েছে বলে দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে। যদিও তার মন্তব্যকে সমর্থন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আইপিএস সংগঠন তীব্র প্রতিবাদ জানানোয় চাপে পড়ে সাধ্বী প্রজ্ঞা অবশ্য ক্ষমা চান। বিজেপি সাফাই দিয়ে বলে, ওই মন্তব্য প্রজ্ঞার ব্যক্তিগত, দলের নয়। বিজেপি ভোপালে তাকে প্রার্থী ঘোষণা করে নানা মন্তব্যের দায়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে সাধ্বী প্রজ্ঞাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct