বৌদ্ধধর্মের দেশ শ্রীলঙ্কায় এবার হামলার শিকার হল গির্জা। শ্রীলঙ্কার কয়েকটি গির্জা সহ দুটি হোটেলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিদেশি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন গির্জায় ধর্মপ্রাণ ক্রিস্টানরা ব্যাপকভাবে ভিড় জমিয়েছিলেন। চলছিল প্রার্থনা। সেই সময় রাজধানীর দুটি গির্জা বিস্ফোরণে কেঁপে ওঠে। ওই বিস্ফোরণে কম্পককে ১৩০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে।
শ্রীলঙ্কার পুলিশ সূত্র জানিয়েছে, রাজধানী কলম্বোর কোচচিকেডে সেন্ট অ্যান্থনি চার্চ ও কাতুভপটিয়ায় একটি চার্চে রোববার সকাল ৯টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া আরো কয়েকটি হোটেলে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে আপাতত প্রায় দেড়শো জনের নিহত হওয়ার খবর মিলেছে। এছাড়া ৩০০ জনকে রাজধানী কলম্বোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় আরো আহত অনেককে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
তবে করা হামলা চালিয়েছে তা নিয়ে এখনো কেউ বিবৃতি দেয়নি। শ্রীলঙ্কা সরকারের তরফেও এখনো এই ঘটনায় জঙ্গি যোগ আছে কিনা কিংবা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct