ব্রিটেনের ম্যানচেস্টারে পপ কনসার্টের জোড়া বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর নাম প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানানো হয়েছে, হামলাকারীর নাম সালমান আবেদি কিংবা সালমান রামাদান আবেদি। ব্রিটিশ কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়নি। তবে দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্স-কে বিষয়টি নিশ্চিত করেছেন। এই কর্মকর্তাদের সঙ্গে ব্রিটিশ কর্মকর্তাদের যোগাযোগ রয়েছে।
দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনে করে লন্ডন থেকে ম্যানচেস্টারে এসে এ হামলা চালিয়েছে সালমান।
ব্রিটিশ পুলিশের এ সংক্রান্ত তদন্ত অবশ্য এখনও অব্যাহত রয়েছে। এ হামলার ঘটনায় মঙ্গলবার ২৩ বছরের সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে এখনই তার নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হামলার তদন্তে ম্যানচেস্টারের ফ্যালোফিল্ড এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে সদ্য নির্মিত একটি অ্যপার্টমেন্ট ঘিরে রেখেছে সশস্ত্র পুলিশ সদস্যরা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এক বিবৃতিতে বলেছেন, হামলাকারীর পরিচয় শনাক্তের ব্যাপারে যুক্তরাজ্যের পুলিশ এখনও আশাবাদী।
পুলিশের পক্ষ থেকে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে, কারও কাছে ওই হামলার ফুটেজ থাকলে তারা যেন তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করেন।ম্যানচেস্টারে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct