কঙ্গোতে ক্রমে ছড়িয়ে পরছে মারণরোগ ইবোলা। এই রোগ সারানোর কাজ করে যাওয়া এক স্বাস্থ্য কর্মীকে দেশটির পূর্বাঞ্চলীয় বুতাম্বো নগরীর একটি হাসপাতালে গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ডা. রিচার্ড ভ্যালেরি মৌজোকো বুতাম্বো বিশ্ববিদ্যালয় হাসপাতালে বন্দুক হামলায় নিহত হন। ইবোলা ছড়িয়ে পড়া রোধে সহায়তা করতে সেখানে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই হামলায় আরও দু’জন আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কঙ্গোতে প্রায় ৯ মাস ধরে ইবোলা মোকাবেলায় কাজ করে যাওয়া দলের সদস্যদের ওপর এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৮৫০ জন লোকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। এক বিবৃতিতে হু প্রধান টাড্রোস আধানম ঘাব্রায়েসাস বলেন, ‘আমাদের সহকর্মী ও বাই ডা. মৌজোকো নিহত হওয়ায় আমি ও হু’র সকল কর্মী গভীরভাবে শোকাহত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct