ভারত ও পাকিস্তান উভয়ের হাতে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তাতে তারা যেকোনও মুহূতে একে অন্যকে ধ্বংস করে দিতে পারে।আর সে কারণে ভারত ও পাকিস্তান একে অপরের সঙ্গে যুদ্ধ করে না। এমন মন্তব্যই করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিনি আরও জানান, বিরোধপূর্ণ ইস্যুগুলোর সমাধান আলোচনার মাধ্যমে হওয়া উচিত ও শান্তিতে উভয় দেশকে বসবাস করা উচিত। লাহোরে এক অনুষ্ঠানে শাহ মাহমুদ কুরেশি বলেন, ' দুই দেশের মধ্যে যে বিরোধপূর্ণ ইস্যু আছে তার সমাধান যুদ্ধের মাধ্যমে হবে না। এর জন্য প্রয়োজন কিভাবে এ সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। প্রমাণ ছাড়া কোয়েটায় ১২ই এপ্রিল বিস্ফোরণের জন্য ভারতকে দায়ী করতে পারেন না। একইভাবে পুলওয়ামার হামলার জন্য ভারতও পাকিস্তানকে দোষ দিতে পারে না।' তবে তিনি কাশ্মিরী জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগের জন্য ভারতের সমালোচনা করে তিনি বলেন, ' কাশ্মির উপত্যকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে কাশ্মিরী জনগণের কণ্ঠকে চেপে ধরতে পারে না ভারত।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct