বীজপুরের বিধায়ক তৃণমূলের শুভ্রাংশু রায়ের বিজেপিতে যোগ নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। তারই মধ্যে এদিন শোনা গেল, বিজেপিতে যোগ দেওয়ার জন্য নাকি শুভ্রাংশ বিজেপিকে দুটি শর্ত দিয়েছেন। প্রথমত, ২ বছরের মধ্যে বীজপুরে রেলের কোচ কারখানা চালু করতে হবে। দ্বিতীয়ত, কারখানা চালু হলে ৩০ শতাংশ কর্মসংস্থান করতে হবে বীজপুর থেকেই। বিজেপি এই শর্ত মানলে ভোট চলাকালীনই তিনি নাকি গেরুয়া শিবিরে নিজের নাম লেখাবেন। লোকসভা ভোটের আগে শুভ্রাংশুর এহেন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। এর মধ্যেই এদিন সন্ধ্যে ফেসবুকে মুকুলপুত্র একটি বিস্ফোরক পোস্ট করে বসেন। যা দেখে গেরুয়া শিবির বলছে, লোকসভা ভোটের আগে বড় চমক দেবে তারা।ফেসবুকে তিনি লিখেছেন, 'অপমান হতে হতে দেওয়ালে ঠেকেছে পিঠ, অগ্নিপরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গিয়েছে’। তাঁর এই দুই লাইন লেখাতে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিল। তবে, কি এবার বাবার পথে ধরে বিজেপিতে নাম লেখাচ্ছেন শুভ্রাংশ রায়? বাস্তবে যদি এমনটা হয়, তাহলে শিল্পাঞ্চলে রাজ্যের শাসকদল বড়সড় ধাক্কা খেতে পারে।এর আগে মুকুল রায় ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। শোনা গিয়েছিল, বাবা বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলে মুকুলপুত্র অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন। পাটির কোনও সভাতে সম্প্রতি তাঁর ডাক পড়তো না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct