২০০৬ সালে এক অগ্নিকাণ্ডে প্রেসিডেন্ট হাউস বা রাষ্ট্রপতি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর থেকে প্রেসিডেন্টকে বাড়ি থেকে অফিস করতে হচ্ছিল। কিন্তু তাতেও বিপত্তি ঘটল। প্রেসিডেন্টের সঙ্গে সে ঘরে সবাই দেখা করতে আসেন সেই ঘরের দেওয়াল থেকে বেরিয়ে এল কেউটে সাপ। তাও আবার একটা নয় দুটো। ফলে সাপের ভয়ে অফিস যাচ্ছেন না লাইবেরিয়ার প্রেসিডেন্ট।
এই কালো সাপের ভয়ে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া গত বুধবার থেকে নিজের অফিসে যাওয়া ছেড়ে দিয়েছেন। বাড়ি থেকেই চলছে সরকারি কাজ।
এ ব্যাপারে লাইবেরিয়ার প্রেসিডেন্ট ভবনের জনসংযোগ অফিসার স্মিথ টোবি জানিয়েছেন, বুধবার ভবনটির অভ্যর্থনা এলাকার দেয়ালের একটি গর্ত থেকে দুটো কালো সাপ বের হয়ে আসে।এক ভিডিওতে দেখা যায়, গর্তে দুটি সাপ ধীরে ধীরে নড়ছে। আর সবাই ভয়ে দুরে দাঁড়িয়ে দেখছে। এখন সেগুলোকে তাড়ানোর চেষ্টা চলছে। গর্তে ধোঁয়া দিয়ে সাপ দুটোকে বের করে আনার চেষ্টা চলছে। ২২ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি ভবনে সবার যাতায়াত বাঁধ রেখেছে লাইবেরিয়া সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct