শুধু খিদে কিংবা পিপাসা মেটানোর জন্য নয়, দেখতে গাঢ় খয়েরি রঙের বিট জ্যুস রীতিমতো একটি সুপার ফুড। এতে রয়েছে নানা স্বাস্থ্য সুবিধা। এর মধ্যে অন্যতম হলো, এই জুস রক্তে চিনির পরিমাণ কমায়।
চমৎকার এই জুস খেলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়। এতে রক্তচাপ কমে, শরীর বিষমুক্ত হয়। নানা রকম শারীরিক সমস্যা দূর হয়। যাঁদের রক্তে সুগার রয়েছে তাঁদের বলা হয় মাটির নিচের সবজি এড়িয়ে চলতে। বিশেষত আলু, বিট, গাজর ইত্যাদি। সেই হিসেবে বিট এড়িয়ে চলেন অনেকে। তবে সাম্প্রতিক সমীক্ষা বলছে, বিট একটি সুপার ফুড। বিশেষত বিটের জুস। এটি রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখা ছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। এতে থাকা ভিটামিন বি মস্তিষ্কের কাজকর্ম সচল রাখে। এ ছাড়া বিট জুস হার্টবিট ঠিক রাখে। বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের নানা উপকারে আসে। সমীক্ষা বলছে, প্রতিদিন সকালে খালি পেটে বিটের জুস খেলে রক্তে সুগার নিয়ন্ত্রণে আসবে। বিট ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নিন। এর সঙ্গে শশা ও আপেলের টুকরো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। এরপর ওপরে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct