আন্তর্জাতিক মানের একটি বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইরান ছেড়ে ফ্রান্সে এসেছিলেন ইরানি নারী বক্সার সাদাফ খাদেম। তবে এখন আর তিনি নিজের দেশে ফিরতে চাইছেন না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ইরানের বাধ্যতামূলক পোশাক না পরার কারণে তাঁকে গ্রেফতার করা হতে পারে। তাই তিনি ইরানে ফিরতে চাইছেন না। শনিবার এক অপেশাদার প্রতিযোগিতায় ফরাসি বক্সার এনি চৌভিনকে হারিয়ে দিয়েছেন ইরানি বক্সার সাদাফ খাদেম। চলতি সপ্তাহেই তিনি তার ফরাসি-ইরানি প্রশিক্ষকের সঙ্গে তেহরানে ফেরার পরিকল্পনা করেছিলেন। তবে এদিন তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, 'আমার ধারণা ভেস্ট ও শর্টস পরে বক্সিংএ অংশ নিয়ে আমি ইরানের পোশাক পরার বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছি। এর ফলে আমি গ্রেফতার হতে পারি।'যদিও ইরান কর্তৃপক্ষ এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি। তবে দেশে ফিরলে খাদেমকে গ্রেফতার করা হবে এ বিষয়টি অস্বীকার করেছেন ইরান বক্সিং ফেডারেশনের প্রধান হোসেন সুরি। তিনি বলেন, 'সাদাফ খাদেম ইরানের বক্সিং-এর জন্যে আয়োজিত অ্যাথলেটদের সদস্য নন, এছাড়া বক্সিং ফেডারেশনের দৃষ্টিকোণ থেকে তার সমস্ত কার্যকলাপ ব্যক্তিগত।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct