আমেরিকার বিখ্যাত ‘টাইম’ ম্যাগাজিন সমীক্ষা করে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির নাম প্রকাশ করেছে। ওই তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সহ মিসরের ফুটবলার মোহাম্মদ সালাহ। প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে করা ওই তালিকায় পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো লিডার্স, পাইওনিয়ারস, আর্টিস্টস, লিডারস, আইকনস ও টাইটানস। ইমরান খানকে নিয়ে ‘টাইম’-এর প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সালে পাকিস্তান ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জেতে। তিনি লাহোরে বিশ্বমানের ক্যানসার হাসপাতাল স্থাপন করেন। ২২ বছর আগে তিনি যখন পাকিস্তানের রাজনীতিতে প্রবেশ করেন, তখন পাকিস্তানের রাজনীতির অবস্থা ছিল খুবই নোংরা। তিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি পাকিস্তানের দারিদ্র্য দূরীকরণে নানান প্রচেষ্টা চালাচ্ছেন। ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পরের ভূমিকার কারণে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি ওই হামলার পর পার্লামেন্টে মুসলিম কমিউনিটির সঙ্গে সাক্ষাতে হামলাকারী সম্পর্কে বলেছিলেন, ‘তিনি সন্ত্রাসী হামলা চালিয়ে অনেক কিছু করতে চেয়েছিলেন। কিন্তু তিনি কুখ্যাত। এ জন্য আপনারা কখনোই আমার মুখে তাঁর নাম শুনবেন না।’ তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ ফ্রান্সিস, মার্কিন কংগ্রেস উইম্যান আলেক্সজান্দার ওকাসিও-কোর্টেজ, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফুটবলার সালাহ সম্পর্কে ‘টাইম’ ম্যাগাজিনের মূল্যায়ন , সালাহ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তবে তিনি একজন ফুটবলার হিসেবে যতটা ভালো, তার চেয়েও তিনি মানুষ হিসেবে বেশি ভালো। পেশাদারি সাফল্যের জন্য তিনি মরিয়া হয়ে লড়াই করেন। যেকোনো খেলায় নিজেকে শতভাগ উজাড় করে দেন। তিনি একই সঙ্গে মিসর, ইংল্যান্ডের ফুটবল দল লিভারপুল ও মুসলিম বিশ্বে সমানভাবে প্রভাবশালী ব্যক্তিত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct