আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভালো ফলাফলের লক্ষ্যে কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রিয়াঙ্কা গান্ধী। দলের তরফে পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বিভিন্ন আসনে প্রচার করা থেকে শুরু করে দলীয় বৈঠকের মতো কাজে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে রাজীব-তনয়া। তবে স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের একাধিক অভিযোগ পিছু ছাড়ছে না তাকে। লোকসভা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক আক্রমণের ধার আরও শানিত করে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপিদলীয় কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী এদিন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে ‘চোরের বউ’ বললেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করে প্রিয়াঙ্কার অন্তর্ভুক্তি কংগ্রেসকে রাজনৈতিকভাবে সাহায্য করবে। তাঁর অন্তর্ভুক্তির প্রথম দিন থেকেই এ নিয়ে প্রতিক্রিয়া দিয়ে আসছেন বিজেপি নেতা নেত্রীরা। এবার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে উমা বলেন, ‘প্রিয়াঙ্কা কোনও প্রভাব ফেলতে পারবেন না। তিনি এমন একজন মহিলা যার স্বামী চুরির ঘটনায় অভিযুক্ত। তাঁর সম্পর্কে মানুষের ধারণা কী হবে তা আমরা সবাই জানি। একজন চোরের বউ সম্পর্কে মানুষের যা ধারণা হয় প্রিয়াঙ্কা সম্পর্কেও সকলের সেই ধারনাই হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct