লোকসভা ভোটের আগে মুক্তি পাওয়ার কথা ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের।নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে বিরোধীরা নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ায় ভোটের আগে বন্ধ হয়ে যায় প্রধানমন্ত্রীর বায়োপিক।প্রথমে সুপ্রিম কোর্ট, তারপর নির্বাচন কমিশন হয়ে ফের সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা চলছে। এবার ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নিয়ে অভিযোগ জমা পড়লো নির্বাচন কমিশনে। তৃণমূল নেত্রীর বায়োপিক নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল সিপিএমের শীর্ষ নেতৃত্ব। গত সপ্তাহেই 'বাঘিনী' নামে একটি ছবির ট্রেলার ইউটিউবে মুক্তি পেয়েছে। তাতে ছবির পরিচিতি হিসেবে বলা হয়েছে, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সংগ্রামী' জীবন ভিত্তিক ছবি। ট্রেলার থেকেই দেখা যাচ্ছে, মমতার ছোটবেলা থেকে মহাকরণ অভিযান, সিঙ্গুর আন্দোলনের মতো নানা ঘটনা ওঠে এসেছে ছবিতে। মুখ্য চরিত্রের নাম ছবিতে 'ইন্দিরা' হলেও তাকে কর্মী-সমর্থকরা 'দিদি' বলেই ডাকছেন। পিঙ্কি পালের লেখা চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন নেহাল দত্ত। ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়ে গিয়েছে। এ বিষয়ে সিপিএমের সীতারাম ইয়েচুরি, নীলোৎপল বসু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন, এই ছবি মুক্তি পেলে ভোটে তার প্রভাব পড়বে।তৃণমূল সূত্রের অবশ্য দাবি, এই ছবির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct