গোটা দেশ জুড়েই আপাতত লোকসভা নির্বাচনের সূচনা হয়ে গিয়েছে। এমন একটা আবহাওয়ায় ইংল্যান্ড আয়োজিত হতে চলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়া তারকা অলরাউন্ডার বিজেপি দলের হয়ে প্রচার শুরু করে দিলেন। তার পাল্টা হিসেবে বিশ্বকাপের স্কোয়াডে নির্বাচিত হওয়ার জন্য রবীন্দ্র জাদেজাকেও শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী। যা নিয়ে এরইমধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। অনেকে প্রশ্ন তুলেছেন, ভারতীয় দলে থাকা বাকি ১৪জন ক্রিকেটার থাকা সত্ত্বেও, জাদেজাকে কেন পৃথকভাবে টুইট করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি? ঘটনার সূত্রপাত জাদেজার একটি টুইট থেকে। যেখানে জাদেজা লেখেন, 'আমি বিজেপি-কে সমর্থন করি।' তারপরেই মোদি বিশ্বকাপের দলে নির্বাচিত হওয়ার জন্য জাদেজাকে শুভেচ্ছা জানান। এরপর টুইটারে বহু মানুষের সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী সহ জাদেজাও। তাদের প্রশ্ন, ক্রিকেটারদের সঙ্গে কেন রাজনীতির সরাসরি সংস্রব থাকবে? অনেকেই আবার ক্রিকেট বোর্ডের গেরুয়াকরণের বিরুদ্ধেও সোচ্চার হলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct