মুসলমানদের চিহ্নিত করতে এবার ন্যাক্কারজনক বক্তব্য রাখলেন কেরালা রাজ্যের বিজেপি সভাপতি নেতা শ্রীধরন পিল্লাই। কেরালা রাজ্যের বিজেপি সভাপতি পি এস শ্রীধরন পিল্লাই বলেছেন, 'কাপড় খুলে পরীক্ষা করে কেবল মুসলমান চিহ্নিত করা যেতে পারে।' তার এই বিতর্কিত মন্তব্যে সেখানে সমালোচনার ঝড় বইছে। কেরালার আট্টিনগালে বিজেপির স্থানীয় প্রার্থী শোভা সুরেন্দ্রের নির্বাচনী প্রচার চালানোর সময় শ্রীধরন বলেন, ' সরকার বিরোধীরা বালাকোট হামলায় নিহতদের ব্যাপারে বিজেপির দেওয়া তথ্যের যে সমালোচনা করেছে। আমাদের রাহুল গান্ধি, ইয়েচুরি এবং পিনারাইরা আমাদের সেনাদের অপমান করতে চায়।' তার জবাবে তিনি ইসলাম ধর্মাবলম্বীদের ঘায়েল করে আরও বলেন, ' যদি এটা ইসলাম হয়, তাহলে তাদের আর কোনো চিহ্ন রয়েছে? যদি তাদের কাপড় খুলে ফেলা হয়, তাহলেই কেবল তাদের চেনা যেতে পারে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct