ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এলেন গুজরাটের জলমন্ত্রী ও বিজেপি নেতা কুনভারজি ভবলিয়া। এদিন তিনি নিজের কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে বলেন, ' যে হারে আপনারা ভোট দেবেন, জলও পাবেন সে হারে। আপনারা যদি দলবেধে আমাদের ভোট দিতে আসেন, তাহলে জলও সে হারে পেতে পারেন।' তাঁর এ বক্তব্যের ভিডিও মুহূতের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় । ওই ভিডিওতে দেখা যায়, গুজরাটের বিজেপি নেতা কুনভারজি ভবলিয়া একদল মহিলাকে প্রশ্ন করছেন, তারা কি গতবার তাঁকে ভোট দিয়েছিলেন? ওই মহিলারা জল সঙ্কটের কারণে বিক্ষোভ করছিলেন। তাদেরকে এ ধরনের প্রশ্ন করে বসেন ওই বিজেপি নেতা। লোকসভা নির্বাচনে কানেসারা গ্রামে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় বিক্ষুব্ধ মহিলাদের সামনে পড়েন তিনি। সেখানে এক মহিলা ওই মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন, সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে জল দেওয়ার কথা ছিল, তা পাচ্ছি না কেন? তাৎক্ষণিক জবাবে কুনভারজি বলেন,' আমার অনুরোধ সত্ত্বেও গত নির্বাচনে আপনারা আমাকে মাত্র ৫৫ শতাংশ ভোট দিয়েছিলেন। কেন তখন সবাই মিলে আমাকে ভোট দেননি? 'ঠিক সেই সময় পাশ থেকে বিজেপির আরেক নেতা ভরত বোগারা বলেন, 'আপনারা যেমন ভোট দিয়েছিলেন, সে হিসেবেই জল পাবেন।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct