আবারও উত্তপ্ত ভাঙড়, এলাকায় বোমা গুলির লড়াই, গুলি বিদ্ধ এক গৃহবধূ। ঘটনার সুত্রপাত জমি কমিটির জনসভা কে কেন্দ্র করে। অবশ্য দিনের শেষে জনসভা হওয়া তো দুরস্ত। কলকাতা থেকে আগত আমরা আক্রান্ত, সেভ ডেমোক্রেসির নেতা কর্মী দের এলাকায় আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল এলাকার বাসিন্দারা।
মঙ্গলবার সকাল থেকে বহু নাটকীয় ঘটনার সাক্ষী থাকল ভাঙড়। প্রথমে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পূর্ব ঘোষিত জনসভা করার জন্য নতুনহাট লাগোয়া মাঠে মঞ্চ তৈরি করতে বাঁধা দেয় স্থানীয় সশস্ত্র দুষ্কৃতী এর পর মাঝিভাঙ্গা খামারআইট গ্রামে চলে তান্ডব। জমি কমিটির দাবি, আরাবুল বাহিনী খামারআইট গ্রামের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়।মাছিভাঙ্গা গ্রামের দিক থেকে প্রতিরোধ করার চেষ্টা করলে তারা মাছিভাঙা গ্রাম লক্ষ করে গুলি চালায় সেই গুলিতে মাছিভাঙা গ্রামের ফাতেমা বিবি গুলি বিদ্ধ হন। সেই সময় তিনি বাড়ির ছাদে ছিলেন বলে জানা গিয়েছে। তার পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বেগ পেতে হয় আন্দোলন কারি দের। প্রথমে কোন অ্যাম্বুল্যান্স বা গাড়ি মাছিভাঙা গ্রামে ঢুকতে যায়নি। কিছু পরে গ্রামের একটি অ্যামবাসাটার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী তার অবস্থা স্থিতিশীল।
এই ঘটনার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দুষ্কৃতীরা নতুনহাট থেকে খামারআইট পর্যন্ত আগ্নেয়াস্ত্র নিয়ে ঢহল দিতে থাকে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সভা বাতিল করে জমি কমিটি।
জমি কমিটির সভায় যোগদান করতে এসে গ্রামবাসীদের হাতে ঘেরাও হয়ে পড়েন আমরা আক্রান্ত এবং সেভ ডেমোক্রেসির আট জন কর্মী। শ্যামনগর মোড়ে তাঁদের তিনটি গাড়ি সহ আজকে রেখে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।
এদিন ভাঙড়ের জমি আন্দোলন কারি এক নেতা কে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আরাবুল মল্লিক ৩৪। খামারআইট গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ভাঙড়ে মাছিভাঙাতে আন্দোলনকারী দুটি দলের ভিতর এদিন অশান্তি বাধে। গ্রামবাসীরা আন্দোলন ছেড়ে থানায় মুচলেকা দেওযা গ্রামবাসীকে ভয় দেখাতে গ্রামে গিযে বোমাবাজা করে জমি কমিটির লোকজন এমনকি গুলি চালায। সেই গুলি গিযে ছাদে এক মহিলার লাগে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct