প্রথম দফা ভোটের পরেই তাদের কপালে চিন্তা ভাজ পড়তে শুরু করেছে। প্রথম দফার ভোটের মধ্যে তারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ের বিধানসভা নির্বাচনের ছায়া। কয়েকমাসে আগে ওইসব রাজ্যের বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিল কেন্দ্রে ক্ষমতাসীন দল নরেন্দ্র মোদির বিজেপি। ১১ এপ্রিল প্রথম দফা ভোট নেওয়া হয়, ভারত জুড়ে ৯১টি আসনে। দিল্লিতে বিজেপির এক নেতা দাবি করেছিলেন, আগের বারের চেয়ে এবারে বিজেপির চারটি আসন বাড়বে ৯১টির মধ্যেই। অর্থাৎ ২০১৪ সালে বিজেপি এই ৯১টি আসনের মধ্যে জিতেছিল ৩২টিতে। এ বার পাবে ৩৬টি। মোটামুটি এ হিসাবই করছিলেন তারা ভোটের চিত্র তাদের সামনে আসার পর। তবে ভোটের চিত্র তাদের টেবিলে আসতেই বিজেপি শিবিরের চেহারা পাল্টে গিয়েছে। যে ২০ রাজ্যে ভোট নেওয়া হয়েছে, সব জায়গা থেকে তারা রিপোর্ট সংগ্রহ করেছেন। তা নিয়ে বিশ্লেষণ করেছেন তারা। বেশি আসনের দাবি তারা আর করছেন না। শোনা যাচ্ছে, নির্বাচনের প্রাথমিক লক্ষণ বিজেপির পক্ষে যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে ২০১৪ সালের লোকসভার নির্বাচনের তুলনায় কম ভোট পড়েছে। গতবার মনমোহন সিংয়ের সরকারকে সরিয়ে দেওয়ার যে তাগিদ তাদের মধ্যে ছিল এবার মোদিকে রক্ষায় তাদের মধ্যে সে তাগিদ দেখা যাচ্ছে না। বিষয়টি একদিক থেকে বিজেপির জন্য স্বস্তিদায়ক হলেও মোদিঝড় দেখা না গেলে শেষ পর্যন্ত ফলাফল উল্টে যেতে পারে বলেও আশঙ্কা থেকে যাচ্ছে।