গতবছড় ফেসবুকের শীর্ষ নির্বাহী মার্ক জুকারবার্গের নিরাপত্তা ব্যয় দ্বিগুন করা হয়েছে। এক্ষেত্রে ব্যয় করা হয় ২২ মিলিয়ন ডলার। একটি 'রেগুলেটরি' নথি থেকে এ তথ্য জানা গিয়েছে।গত তিন বছর ধরে জুকারবার্গের মূল বেতন মাত্র এক ডলার। তার 'অন্যান্য' প্রাক্কলিত 'কমপেনসেশন' ব্যয় ছিল ২২ দশমিক ৬ মিলিয়ন ডলার। যার বেশিরভাগই তার ব্যক্তিগত নিরাপত্তায় ব্যয় করা হয়েছে। জুকারবার্গ ও তার পরিবারের নিরাপত্তায় প্রায় ২০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। এক্ষেত্রে এক বছরে সর্বোচ্চ ৯ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। ব্যক্তিগত জেটপ্লেন ব্যবহারে জুকারবার্গ পেয়েছেন ২ দশমিক ৬ মিলিয়ন ডলার। কম্পানিটি এই ব্যয়কে জুকারবার্গের সামগ্রিক নিরাপত্তাবিষয়ক প্রকল্পের অংশ বলে উল্লেখ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct