উত্তর মালদায় ভোট প্রচারে কেউই পিছিয়ে নেই। এদিকে কংগ্রেসছেরে সদ্য তৃনমুলে আসা মৌসম নুর কোমর বেধে ভোট প্রচারে নেমে পরেছেন। ঝর বৃষ্টি গরম সব কিছু কে পেছনে ফেলে প্রার্থী তার কর্মীদের নিয়ে কোথাও হুড খোলা গাড়িতে, কোথাও আবার পায়ে হেটে প্রচার চালিয়ে যাচ্ছে। প্রচারে করতে বেরিয়ে কর্মীর বাড়িতে সেরে ফেলছেন মধ্যেন্য ভোজনও। অন্য দিকে উত্তর মালদার কংগ্রেসের প্রার্থী ঈসা খান চৌধুরীও কর্মীদের নিয়ে সাত সকাল থেকেই বেড়িয়ে পরছেন প্রচারে। প্রচারে গিয়ে কোথাও বিড়ি শ্রমিকদের পাশে বসে বিড়ি বাধছেন তাদের অসুবিধের কথা শুনছেন কোথাও আবার পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলছেন। আর এক দিকে নির্বাচন শুরু আগে সিপিএম ছেড়ে বিজেপির হয়ে লড়ছেন খগেন মূর্মূ। তিনিও একইঞ্চি জায়গা ছারতে নারাজ বিরোধীদে। গ্রামগঞ্জে, পাড়ায় পাড়ায় পায়ে হেটে কখনো আবার মন্দীরে পুজো দিয়ে কখন চায়ে দোকানে ভোটর প্রচারে করে যাচ্ছেন। বাম শিবিরও জোরকদমে প্রচার করচ্ছে মালদায়। এই নির্বাচনে রাজনৈতিক দল গুলি নিজের এক ইঞ্চিও জায়গা ছারতে নারাজ। সব দলের প্রার্থীই বলছেন জয়ের ব্যাপারে পুরোপুরি আাশাবাদী।