আর বসে থাকা নয় , এখনই সময় প্রতিরোধের।ফ্যাসিবাদী শক্তি দেশের অখণ্ডতার পক্ষে ক্ষতিকারক। তাই যে কোনও মূল্য ফ্যাসিবাদী শক্তি বিজেপিকে রুখতেই হবে, এমনই স্লোগানে গর্জে উঠল শহর কলকাতা। বিভিন্ন গণসংগঠনের ডাকে আজ শুক্রবার বিকেলে মৌলালি থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে প্রতিবাদ মুখর হল কলকাতা। ফ্যাসিবাদ বিরোধী মিছিলের উদ্যোক্তারা অভিযোগ করেন, মোদি সরকার সাধারণ মানুষের গনতান্ত্রিক অধিকার হরণ করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট করছে। দেশ ও সংবিধান বাঁচাতে ফ্যাসিবাদী শক্তি বিজেপিকে একটিও ভোট নয় এমনও আহ্বান, স্লোগানে কাঁপল শহর কলকাতা। কবি মৃদুল দাশগুপ্ত, লেখিকা মিতুল দত্তের মতো অনন্যারাও অভিযোগ করেন, সাধারণ মানুষের জাতীয় স্বার্থ পূরণ করতে না পেরে বিজেপি সাম্প্রদায়িকতার তাস খেলছে। লেখক কবি সাহিত্যিক ও সমাজকর্মীদের সাথে সাথে প্রায় হাজার খানেক সাধারণ মানুষও পা মেলান।
বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম বা তন্ময় ঘোষদের কথায়, দেশে ক্রমবর্ধমান জাতিগত সহিংসতা ও ধর্মনিরপেক্ষতা হরণের প্রতিবাদে এই মিছিল। বাংলা ভাষা ও সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য হল বিভেদের মাঝে মিলন, তাই আমরা জাতি ধর্ম নির্বিশেষে ফ্যাসিবাদী শক্তির পরাজয় চাই। এদিকে কলকাতায় হিন্দুত্ববাদীদের হাতে নিগৃহীত কাশ্মীরি ডাক্তার সাকিল ওই মিছিলে অংশ নেন। শহর কলকাতা তাকে আপন করে নিয়েছে বলে, তিনি বাংলার শান্তিপ্রিয় মানুষকে ধন্যবাদ জানান। তার কথায়, আমি প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু আপনাদের ভালোবাসায় এখানে থাকার সাহস পেয়েছি।
উল্লেখ্য ওই মিছিলে যোগ দেন লেখক শামীম আহমেদ, বাংলা সংস্কৃতি মঞ্চের মালদা জেলা শাখার আহ্বায়ক নাজিবুর রহমান, অধ্যাপিকা আফরোজা খাতুন, আইনজীবী তুহিন শবনম, অধ্যাপক ইমানুল হক সহ বহু বিশিষ্টজনেরা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct