এর আগে ২০১৪ সালে নিজের হলফনামায় স্মৃতি ইরানি জানিয়েছিলেন, ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক পরীক্ষায় পাস করেছিলেন। পরে তাঁর এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।বিরোধীদের দাবি, তিনি স্নাতক শেষ করতে পারেননি। যার ফলে এবারের লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় সবার নজর ছিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও লোকসভা নির্বাচনে আমেথি আসনের প্রার্থী স্মৃতি ইরানির দিকে। নির্বাচন কমিশনের হলফনামা তিনি জানিয়েছেন, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক শেষ করেননি। ১৯৯১ সালে মাধ্যমিক পরীক্ষায় এবং ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন তিনি। ১৯৯৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিংয়ে ভর্তি হয়েও তিন বছরের ব্যাচেলর অব কমার্স শেষ করতে পারেননি ইরানি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়ছেন স্মৃতি ইরানি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct