সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ধবলধোলাই হয়েছে তারা। এ পরিস্থিতিতে কড়া নাড়ছে বিশ্বকাপ। সার্বিক বিবেচনায় কয়েক দিন আগে দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পাক পেস কিংবদন্তি ওয়াসিম আক্রম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের খাবারের মেন্যু নিয়ে প্রচণ্ড সমালোচনা করেন তিনি। আলাদা করে সরফরাজদের বিরিয়ানি খাওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দেন। যবিও আক্রমের সমালোচনা কানে তোলার একেবারে পক্ষপাতী নন সরফরাজ আহমেদ। আক্রম নাখোশ হলেও কিছু করার নেই, বিরিয়ানি খাওয়ার পক্ষেই জোরেশোরে সাফাই গাইলেন পাকিস্তান ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক। ফিটনেস যে রকমই হোক না কেন, করাচির মুখরোচক বিরিয়ানি নিয়ে নিজের মুগ্ধতা এতটুকু লুকালেন না উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এদিন স্থানীয় এক সংবাদমাধ্যমের সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় বিরিয়ানি নিয়ে নিজের দুর্বলতার কথা জানিয়েছেন। সরফরাজ বলেন, করাচির বিরিয়ানি আমার খুবই পছন্দ। সঙ্গে মাংসের কোর্মা ও শেরমল রুটিও দারুণ লাগে। তবে বিরিয়ানিতে মাংস থাকা চাই-ই চাই। সঙ্গে সেটি মসলাদার হতে হবে। এটি খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। এমন খাবারের সঙ্গে শরীর মানিয়ে নিলে সেটি খাওয়া থেকে নিজেকে বিরত রাখা খুবই কঠিন।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct