কারোর অজান্তে সেলফি তুললে যেতে হবে জেলে। পাশাপাশি জরিমানা হিসেবে দিতে হবে প্রায় এক কোটি টাকা। সম্প্রতি এমন আইন তৈরি করেছে সংযুক্ত আরব আমিরশাহি। বিয়ে বাড়িতে বা প্রাইভেট পার্টিতে নিজের ইচ্ছে মত সেলফি তুলছেন। এজন্য আপনাকে বিপদের মধ্যে পড়তে হতে পারে। জেল এবং জরিমানা হতে পারে।নিজে বা নিজেরা সেলফি তুলছেন কিন্তু সেই সেলফিতে অপরিচিত কারোর ছবি চলে এসেছে, যা গোপনীয়তা লঙ্ঘনের অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য ছয় মাসের জেল এবং জরিমানা হিসেবে দিতে হবে এক কোটি টাকা।এ বিষয়ে আমিরশাহির এক আইনজীবী নওরা সালেহ আল হাজরি বলেন, 'গত তিন বছরে বিয়ে এবং প্রাইভেট পার্টিতে ‘ছবি তোলা সম্পর্কিত’ মামলার পরিমাণ অনেক বেড়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct