তিনি ক্যাপ্টেন কুল।মাঠে তাঁকে কখনই মাথা গরম করতে দেখা যায় না। তবে এবারে সেই কাজটা করে ফেললেন ধোনি। মাঠে মাথা গরম করায় জন্য তাঁকে ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হল। বৃহস্পতিবার চেন্নাই ও রাজস্থান ম্যাচের শেষ মুহূর্তে তখন বল করছিলেন রাজস্থান রয়্যালসের বেন স্টোকস। ব্যাট হাতে উইকেটে তখন চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা এবং মিচেল স্যান্টনার। বেন স্টোকসের একটি বলকে নিয়েই যত বিতর্কের সূত্রপাত। বলটি হাই ফুলটস ছিল। আম্পায়ার নো বল ডেকেছিলেন। কিন্তু স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড জানান বলটি বৈধ। এরপরই দুই ব্যাটসম্যান তর্ক জুড়ে দেন আম্পায়ারদের সঙ্গে। ধোনিও ডাগআউট ছেড়ে চলে আসেন মাঠে। আম্পায়ারদের সঙ্গে তর্ক শুরু করেন। যদিও ম্যাচটি চেন্নাই জিতে নেয়। ম্যাচ শেষে আইপিএল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জারি করে জানিয়ে দেয়, চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হল। জয়পুরে রাজস্থান রয়্যালস ম্যাচে ধোনি আইপিএলের নিয়ম ভেঙেছেন। ধোনির অপরাধ ২ ধারার ২.২০ এর মধ্যে পড়ে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct