গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র হঠাৎ ব্রাজিলে এসে হাজির। ভিনিসিয়াস দেশে এসেছিলেন ব্রাজিলের ‘বিশেষ’ সাদা জার্সি উন্মোচন করতে। আসন্ন কোপা আমেরিকায় সেলেকাওরা দ্বিতীয় জার্সি হিসেবে পরবে এটা। জার্সি উন্মোচনের পর ভিনিসিয়ুস বলেন, ‘এটা আমার জন্য সম্মান ও আনন্দের উপলক্ষ যে ঐতিহ্যবাহী জার্সিটা গায়ে চাপাতে পেরেছি, যা বহুদিন ব্যবহার করা হয়নি।’ কেন ব্যবহার করা হয়নি? কারণ, জার্সিটাকে ‘অপয়া’ মনে করে ব্রাজিলিয়ানরা। ১৯৫০ বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠ মারাকানায় উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেলেকাওদের প্রথম বিশ্বকাপ জয় দেখতে সেদিন স্টেডিয়ামে ভিড় জমান প্রায় ২ লাখ দর্শক। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হলো না। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গেলো ব্রাজিল। আনন্দের ঝড় বইয়ে গেল মারাকানায়। কিন্তু পরবর্তীতে সেই আনন্দ বেদনায় রূপ নেয়। ৬৬তম মিনিটে সমতায় ফেরে উরুগুয়ে। এরপর নির্ধারিত সময়ের ১১ মিনিট বাকি থাকতে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। ১৯৫০ সালের বিশ্বকাপের ফাইনালে সেলেকাওদের হেরে যাওয়া ‘মারাকানাজো’ বিপর্যয় নামে প্রসিদ্ধ। আর ওই আসরেই সাদা জার্সি পরে খেলেছিলো ব্রাজিল। শিরোপা জিততে না পারার জন্য ব্রাজিলিয়ানরা এই জার্সিকে দায়ী করতে থাকে। পরে ওই জাসি তারা তুলে রাখে। তার পর থেকে হলুদ-নীল জার্সি পরে খেলা শুরু করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct