একে অন্যের দিকে গোবর ছুড়ছে। গ্রামবাসী দুই দলে বিভক্ত।দুই দিকেই জড়ো করা প্রচুর দলা পাকানো গোবরের স্তূপ। নির্ধারিত সময়ে হাজারো মানুষ শুরু করলেন সেই গোবর ছোড়াছুড়ি, এক পক্ষ অন্য পক্ষের দিকে। চলল যতক্ষণ না গোবরের মজুদ শেষ হয়। এরপর নির্ধারিত হবে বিজয়ী দল। এই ঘটনা অন্ধ্রপ্রদেশের কুর্নুল গ্রামের। এটা তাদের কাছে একটা উৎসব। দক্ষিণ ভারতে নববর্ষ পালনের ঠিক পরের দিন এই উৎসবের আয়োজন করা হয়। যা এসেছে দেবি ভদ্রকলী ও দেবতা বীরভদ্রস্বামীর বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া পৌরাণিক এক কাহিনীর প্রেক্ষাপটে। গ্রামবাসীর বিশ্বাস এই উৎসবের মধ্য দিয়ে সুস্বাস্থ্য, সমৃদ্ধি আসবে এবং বৃষ্টি নামবে। গোবর ছোড়াছুড়ির দ্বন্দ্ব শেষে দুই পক্ষের মানুষ নিজেদের জড়িয়ে ধরে সেই কামনাই জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct