ড্রোনের সাহায্যে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার পরিষেবা চালু করলো অস্ট্রেলিয়া। প্রাথমিক ভাবে ক্যানবেরায় ১০০ বাড়িতে খাবার, কফি এবং ওষুধ পৌঁছে দিল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন উইং স্টার্টআপের এই ড্রোন। অ্যালফাবেট ২০১৪ সালে অস্ট্রেলিয়াতে প্রথম এই ড্রোনের পরীক্ষামূলক ওড়া্য়। কিন্তু সেসময় সেখানকার অনেক বাসিন্দারা ড্রোনটির বিরক্তিকর শব্দের জন্য অভিযোগ করে। উইং বলছে, মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা পরীক্ষামূলক ভাবে নির্দিষ্ট কিছু পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছি। এবং সফলভাবে আমাদের এই কার্যক্রম চলছে। যে ভাবে উইং তাদের ডেলিভারি সার্ভিস পরিচালনা করে, উইংয়ের পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মা মোবাইলে উইং-অ্যাপের মাধ্যমে তার সন্তানদের জন্য খাবর অর্ডার করলেন। পরে উইং কর্তৃপক্ষ অর্ডার অনুযায়ী খাবার ড্রোন থেকে নিচে ফেলা একটি রশিতে বেঁধে দিলেন। তখন ড্রোনটি দড়ি টেনে খাবারের বক্সটি তার কাছে টেনে নেয়। পরে খাবারের বক্সসহ ড্রোনটি উড়ে গ্রাহকের বাড়ির ছাদের উপর চলে যায়। এবং উপর থেকে দড়ি দিয়ে খাবারের বক্সটি ছাদের উপর নামিয়ে দিয়ে চলে যায়। পরে গ্রাহক সেটা সংগ্রহ করে। এভাবে অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই খুব সহজে গ্রাহক তার অর্ডার করা খাবার হাতে পেয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct