বিভিন্ন দাবীতে কোচবিহারের সাগর দিঘীর পাড়ে দিনভর অবস্থান বিক্ষোভ করল নর্থ বেঙ্গল বাসফোর এন্ড হরিজন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন । সংগঠনের পক্ষ থেকে সোমবার ১৯ দফা দাবীতে এই আন্দোলন সংগঠিত করা হয় । এদিন অবস্থান বিক্ষোভ চলাকালীল সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্বরা বলেন , সরকারি বিভিন্ন দপ্তরে যারা ঝাড়ুদার হিসাবে স্থায়ী পদে চাকরিরত অবস্থায় মারা গেছেন তাদের উত্তরাধিকারীদের নিয়োগ , উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ও আর এম সি তে যারা আস্থায়ী সাফাই কর্মী তাদের বেতন বৃদ্ধি ছারাও স্থায়ীকরন , দিনহাটা মহকুমার হরিজন পল্লিতে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা করা , বিভিন্ন দপ্তরে সাফাই কর্মীদের নিয়োগের ক্ষেত্রে অহরিজন নিয়োগ বন্ধ করা , রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে মহিলা ও পুরুষ হরিজনদের জুবক যুবতীদের যুক্ত করা সহ বিভিন্ন দাবী ইয়ুলে ধরা হয় । নর্থ বেঙ্গল বাসফোর এন্ড হরিজন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন এদিন অবস্থান বিক্ষোভ চলাকালীন বিধায়ক মিহির গোস্বামী সেখানে গেলে সংগঠনের পক্ষ থেকে তার হাতে দাবী পত্র তুলে দেওয়া হয় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct